http://www.sachalayatan.com/aninda21/34540

0

Category :

রাজাকারগুলোকে কোথায় দেখা গেল না > রাজাকারগুলোকে কোথাও দেখা গেল না

অনুর্ধ > অনূর্ধ্ব

হল > হলো

ঠেঙ্গিয়ে > ঠেঙিয়ে

http://www.sachalayatan.com/guest_writer/34515

0

Category :

অদ্ভূত > অদ্ভুত [এই বানানটা কেন জানি অনেকেই ভুল করেন।]
 
বাকী > বাকি [নতুন বানানরীতি]

?যাই হোক > ? যা-ই হোক [যতিচিহ্নের পর একটা স্পেস হবে। আর যাই=i go, যা-ই=whatever]

http://www.sachalayatan.com/jajabor_backpacker/34277

1

Category :


অদ্ভূত > অদ্ভুত

চা- নিয়ে > চা নিয়ে

কর্মকান্ডে > কর্মকাণ্ডে

ফরাজ > ফারাজ [টাইপো]

আশ্চর্য্য > আশ্চর্য

কোন, কোনদিন, যেকোন > কোনো, কোনোদিন, যেকোনো

পু লের > পুলের [টাইপো]

দেরী > দেরি

বয়সী > বয়সি

ভীড় > ভিড়

দুএকটি > দু-একটি/ দুয়েকটি

বাচ্চাটাকে আঘাত করে ফেলা থেকে থামতে হয় অনিকে [থামতে > থামাতে]

ঠান্ডা > ঠাণ্ডা

কাঁচের > কাচের

।অলসভাবে > । অলসভাবে [যতিচিহ্নের পর একটা স্পেস হবে]

পূবদিকের > পুবদিকের

মনযোগ > মনোযোগ

অযুহাত > অজুহাত

কাওকে > কাউকে

ভাল > ভালো

সামাণ্য > সামান্য

ব্যাস্ততা > ব্যস্ততা

খেলা-ধূলা > খেলাধুলা

সূক্ষ > সূক্ষ্ম

উদাশীনতা > উদাসীনতা

কিভাবে > কীভাবে

সাঁতাড়ু > সাঁতারু

শব্দালাপ: http://www.sachalayatan.com/durdanto/33084

3

Category :





নানাবাড়ী > নানাবাড়ি

বাড়ী > বাড়ি

হাঁসমুরগী > হাঁস-মুরগি

কোনমতে > কোনোমতে

সিলাই > সেলাই

হত > হতো [হত=killed]

ব্যাবহারে > ব্যবহারে

খয়ে > ক্ষয়ে

খয়েরী > খয়েরি

সিকল > শিকল

রং এর > রঙের/ রং-এর

জীব > জিব, জিভ [জীব=living being]

হাপিয়ে > হাঁপিয়ে

জাফরী কাটা > জাফরিকাটা

কাঁচ > কাচ [কাঁচ ব্যবহৃত হয় কাঁচা অর্থে, যেমন: কাঁচকলা]

অপরিস্কার > অপরিষ্কার

ঘশাঘশা > ঘষাঘষা

বেগুনী > বেগুনি

দারান > দাঁড়ান

লুংগী, লুংগি > লুঙ্গি

এপ্রন পড়া > এপ্রন পরা

বুড়োআঙ্গুলে > বুড়ো আঙুলে

আংগুল > আঙুল

শস্তা > সস্তা

ব্যাগখুলে > ব্যাগ খুলে

অভস্থ > অভ্যস্ত

এড়েতেও > এঁড়েতেও

কি যেন মন্ত্র > কী যেন মন্ত্র

কৌতুহলী > কৌতূহলী

কি মন্ত্র পড় তুমি? > কী মন্ত্র পড় তুমি?

ততক্ষনে > ততক্ষণে

বলছেঃ > বলছে:



কি/কী:

কি: তুমি কি পড়? [Do you read?]

কী: তুমি কী পড়? [What do you read?]

শব্দালাপ: http://www.sachalayatan.com/guest_writer/33028

0

Category :



ছিলনা > ছিলো না
এমন কী হেন কোন জীব > এমন কি হেন কোনো জীব
তৈরী > তৈরি
উর্ধমূখী > ঊর্ধমুখী
প্রাণি > প্রাণী
চার পেয়ে > চারপেয়ে
দিল > দিলো
ভালবাসে > ভালোবাসে
লীলা খেলা > লীলাখেলা
ঘুর্ণনরত > ঘূর্ণনরত
পুরাণ > পুরানো, পুরোনো
শুন্যে > শূন্যে
সন্যাস > সন্ন্যাস
আঁকর > আকর
ধরণের > ধরনের [ধরণ=to hold, ধরন=type]
ধুমকেতু > ধূমকেতু
পরবর্তি > পরবর্তী




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/anandi_kalyan/32528

0

Category :



পারিনা, করিনি > পারি না, করি নি [না, নি, নাই আলাদা থাকবে]
নিশ্চই > নিশ্চয়ই
শার্টটা কী মিতার সামনেই খুলেছিল? > শার্টটা কি মিতার সামনেই খুলেছিল?
কোন > কোনো
মাহফুজের সাথে কী ব্যাপারে কথা বলা ঠিক হবে? > মাহফুজের সাথে কি ব্যাপারে কথা বলা ঠিক হবে?

কি/কী:
কি: আমি কি চাই? [Do I want?] উত্তর হ্যাঁ বা না
কী: আমি কী চাই? [What do I want?] হ্যাঁ/না দিয়ে উত্তর হয় না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/anandi_kalyan/32528

0

Category :



পারিনা, করিনি > পারি না, করি নি [না, নি, নাই আলাদা থাকবে]
নিশ্চই > নিশ্চয়ই
শার্টটা কী মিতার সামনেই খুলেছিল? > শার্টটা কি মিতার সামনেই খুলেছিল?
কোন > কোনো
মাহফুজের সাথে কী ব্যাপারে কথা বলা ঠিক হবে? > মাহফুজের সাথে কি ব্যাপারে কথা বলা ঠিক হবে?

কি/কী:
কি: আমি কি চাই? [Do I want?] উত্তর হ্যাঁ বা না
কী: আমি কী চাই? [What do I want?] হ্যাঁ/না দিয়ে উত্তর হয় না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/hrrh69/32493

0

Category :


দক্ষিন > দক্ষিণ 
আর কোন ফসলের > আর কোনো ফসলের
বেশীরভাগ > বেশিরভাগ
গাড়ী > গাড়ি
যায়নি > যায় নি
তৈরী > তৈরি
দিল > দিলো
দুরত্ব > দূরত্ব
পন্য > পণ্য
গুড়ি > গুঁড়ি
চুড়ান্ত > চূড়ান্ত
দারুন > দারুণ
তরুন > তরুণ
ফন্দী > ফন্দি
বাড়ী > বাড়ি
খাসী > খাসি
মুরব্বী > মুরুব্বি
দুর > দূর
ফুর্তি > ফূর্তি
কি করতে হবে > কী করতে হবে
কি করে > কী করে
রাজী > রাজি
বিরূদ্ধে > বিরুদ্ধে
পৌছালো > পৌঁছালো
মরুভুমি > মরুভূমি
বরন > বরণ
সিন্ধুক > সিন্দুক
স্তুপ > স্তূপ


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/mamun_taiwan/32271

0

Category :



নিল > নিলো
বিছা শিকার > বিছাশিকার [সমাসবদ্ধ]
বাকী > বাকি
কোন > কোনো [একাধিকবার এসেছে]
করেনি > করে নি
পীঠ > পিঠ [পীঠ=আলয়, যেমন: বিদ্যাপীঠ]
বগলবন্দী > বগলবন্দি
খাঁকড়ে > খাঁকরে
আসবিনা > আসবি না
নসীব > নসিব
নাখোশী > নাখোশি
পাগড়ী > পাগড়ি
দামী > দামি
পোষাক > পোশাক
দেরী > দেরি
গরীব > গরিব
তৈরী > তৈরি
আল্লাহ্ রহমত পড়ুক > আল্লাহ্ রহমত  নাজিল/বর্ষিত হোক [গজব পড়ে, রহমত নাজিল হয়]
বদলী > বদলি
মুসুল্লী > মুসল্লি
এতক্ষন > এতক্ষণ
গিলছিল > গিলছিলো
তসবীর > তসবি’র [এইটা আমার ফতোয়া। কারণ তসবির মানে ছবি।]
ভাঙ্গা > ভাঙা
ঠিক কিনা > ঠিক কি না
লাগেনা> লাগে না
সেক্রেটারী > সেক্রেটারি
পাঁচটাকা > পাঁচ টাকা
ষাড় > ষাঁড়
নীচে > নিচে [নীচ=হীনপ্রবৃত্তির, mean]
প্রতিবেশি > প্রতিবেশী


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/tmhossain/32186

0

Category :



পাইনি > পাই নি [না, নি, নাই আলাদা হবে]
পাব> পাবো
লাইব্রেরিকে”>“লাইব্রেরিক”কে
হাঁকডাঁক > হাঁকডাক
কোন  > কোনো [একাধিকবার]
হল > হলো
বায়ু দূষণ > বায়ুদূষণ [সমাসবদ্ধ পদ]
বহুমুখি, নানামুখি > বহুমুখী, নানামুখী
কিনা > কি না [সংশয় প্রকাশে কি, না আলাদা হবে]
কি একটা ধর্মঘট > কী একটা ধর্মঘট
রেঁস্তোরা > রেস্তরাঁ
লক্ষী > লক্ষ্মী
দীর্ঘক্ষন > দীর্ঘক্ষণ
ভাঙ্গা > ভাঙা
হোল > হলো
ছিল > ছিলো
হত > হতো
নীচে > নিচে [নীচ=হীনপ্রবৃত্তির]
কি আশ্চর্য > কী আশ্চর্য

রাজিব চক্রবর্তী যদি নিজের নাম এই বানানে লেখেন তাহলে ঠিক আছে। কিন্তু তৎসম যে শব্দটির অর্থ পদ্মফুল তার বানান রাজীব

[সূত্র: বাংলা একাডেমী বানান-অভিধান, সংসদ্‌ বাঙ্গালা অভিধান ]

 

[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/guest_writer/32248

3

Category :



বানান:
জুরোনো > জুড়ানো
চা টা > চা-টা
ছিল > ছিলো
হল > হলো
সর আলা > সরওয়ালা/সরঅলা
রকমারী > রকমারি
বাহারী > বাহারি
ভ্যারী > ভ্যারি
মনমত > মনমতো
কোনটাই > কোনোটাই
ডেইজী > ডেইজি
ব্যার্থতা > ব্যর্থতা
কারন > কারণ
জানুয়ারী > জানুয়ারি
কিনা > কি না (কিনা=যেহেতু)
নিল > নিলো
গীফট > গিফট
কাহিনী > কাহিনি


সমাসবদ্ধ পদগুলো একসাথে হবে:
চা প্রীতি > চা-প্রীতি
নিশ্চিত ভাবে > নিশ্চিতভাবে
অঞ্চল ভেদে > অঞ্চলভেদে
বাহুল্য বর্জিত > বাহুল্যবর্জিত


টাইপো:
ঝকোমক্ত > ঝকমক তো (সম্ভবত)
সব্রকম > সবরকম


কি/কী:
কি: তুমি কি চাও? [Do you want?] … উত্তর হ্যাঁ অথবা না
কী: তুমি কী চাও? [What do you want?] … হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/anupom_tribedi/32235

2

Category :


কিভাবে > কীভাবে
কি দিয়ে > কী দিয়ে
কি আর পারি? > কী আর পারি?
কি করা যায় > কী করা যায়
ঢূঁ > ঢুঁ
ঘুরা-ঘুরি > ঘুরাঘুরি
'দিন > কদিন
দেরী > দেরি
একি > এ কী
পরি কি মরি > পড়ি কি মরি
গেলো > গেল
শেষ মেষ > শেষমেষ
তিন জনা > তিনজনা
বারটা > বারোটা
হুস > হুঁশ
নেয়া > নেওয়া
কপাল কী এতই খারাপ > কপাল কি এতই খারাপ
তাজ্জিব > তাজ্জব/আজিব
পৌছলাম > পৌঁছলাম
কারন > কারণ
লাইফষ্টাইল > লাইফস্টাইল [বিদেশি বানানে ষ হয় না। ব্যতিক্রম: খ্রিষ্ট]
তাই > তা-ই
বে-দীশা > বে-দিশা
গাড়ী > গাড়ি
উঁনার > উনার [সম্মান বোঝাতে ‘তাঁর’-এ চন্দ্রবিন্দু দেওয়া হয়। ‘উনার’ নিজেই সম্মানজনক।]

কি/কী:
কি: তুমি কি চাও? [Do you want?] … উত্তর হ্যাঁ অথবা না
কী: তুমি কী চাও? [What do you want?] … হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/sabih_omar/32213

0

Category :

মানে কি? > মানে কী?
ছিল > ছিলো
তা' > তা

[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

সেই ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী [পর্ব ১] (সাঈদ আহমেদ)

0

Category :

 
ইদানিং > ইদানীং
মুলত > মূলত
কিভাবে > কীভাবে
বন্দী > বন্দি
গনহত্যা > গণহত্যা
বাঙালী > বাঙালি
অংশগ্রহন > অংশগ্রহণ
পাকিস্তানী > পাকিস্তানি
বিরতী > বিরতি
আত্নসমর্পণ > আত্মসমর্পণ
দ্বায়িত্ব > দায়িত্ব
ইতমধ্যে > ইতোমধ্যে
সরকারী > সরকারি
গনহত্যা > গণহত্যা
কুটনীতিক > কূটনীতিক
প্রমান > প্রমাণ
ইন্দীরা > ইন্দিরা
ভুট্ট > ভুট্টো
স্মরন > স্মরণ
কারন > কারণ
পুরষ্কার > পুরস্কার


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

বাংলা একাডেমীর অনুসৃত বানান-রীতি

0

Category :

বাংলা একাডেমীর অনুসৃত বানান-রীতি [তৎসম শব্দ ]

0

Category :


[১.০১] তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। কারণ এইসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে।

[১.০২] তবে যে-সব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ সেইসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন ি ু ব্যবহৃত হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

[১.০৩] রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ, কর্দম, কর্তন, কর্ম, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

[১.০৪] ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্‌ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন: অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ঙ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে ঙ্‌ হবে। যেমন: আকাঙ্ক্ষা।

আমিও উড়তে জানি (সুলতানা পারভীন শিমুল)

0

Category :

অতো > অত
ক’জন > কজন
সুখি > সুখী
বোচকাবাচকি > বোঁচকাবাঁচকি
যাবো > যাব
যতোদূর > যতদূর
মেডিক্যাল > মেডিকেল
ভীড় > ভিড়
কয়েদী > কয়েদি
কনিকা > কণিকা
নীচে > নিচ (নীচ=হীন, mean)
যতো > যত
কতোশতো > কতশত
কি আজব > কী আজব
কিছুদুর > কিছুদূর
কি যে দৃপ্ত ভঙ্গি > কী যে দৃপ্ত ভঙ্গি
দৌঁড় > দৌড়
কি যেন > কী যেন

শিলু'পা, শিলুপা দুটোই লিখেছেন। যে কোনো একটা লেখা ভালো।
উদ্ধৃতিচিহ্নগুলোও ঠিক করা দরকার। দুটো দুদিকে না হয়ে একদিকে হয়ে আছে সবখানে।




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

আটকে পড়া দুপুর (স্পর্শ)

2

Category :

পাচ্ছিনা > পাচ্ছি না
রোদ বৃষ্টিতো > রোদ-বৃষ্টি তো
উকি > উঁকি
উঠতো > উঠত
জিনিশ > জিনিস
ঘেষা > ঘেঁষা
কোথেকে > কোত্থেকে
তারপরো > তারপরও
অনুভুতি > অনুভূতি
সুর্য > সূর্য
কতোদূর > কতদূর
  



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

আমেরিকা কেন এত ধনী: ভূগোল থেকে অর্থনীতি (সিরাত)

0

Category :


সিরাত ভাই,
আগেরবারের চেয়ে বিস্তারিতভাবে দিতে চেষ্টা করেছি যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। কিছু ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দও বলে দিয়েছি। চাইলে ব্যবহার করতে পারেন। 

ধরণ > ধরন [১-এ  দুবার, ২-এ একবার, ৬-এ একবার]
হল > হলো [৩-এ তিনবার]
কাহিনী > কাহিনি [৩-এ একবার]
কোনভাবেই > কোনোভাবেই [৩-এ একবার]
সিমেট্রি > প্রতিসাম্য [৫-এ একবার]
ইন্ট্রাকোস্টাল > অন্তঃউপকূলীয়/উপকূলমধ্যস্থ [৫-এ একবার]
পরিমান > পরিমাণ [৬-এ একবার, ৭-এ একবার]
ক্যাপিটালিস্ট > পুঁজিবাদী [৭-এ একবার]
কি মত > কী মত [৭-এ]





[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

প্ররক্ষা বনাম প্রতিযোগিতা (হিমু)

7

Category :

দু'টি > দুটি
যথেষ্ঠ > যথেষ্ট
দেয়া > দেওয়া (কেউ কেউ মানতে নারাজ)
বড় > বড়ো (কেউ কেউ মানতে নারাজ)
ছোট > ছোটো (কেউ কেউ মানতে নারাজ)
নিরবে > নীরবে
যক্ষা > যক্ষ্মা
ধাঁধাঁ > ধাঁধা
গলাধকরণ > গলাধঃকরণ
গুতা > গুঁতা
বয়সী > বয়সি/বয়েসি

ফরম্যাটিং:
চার > চার.
পাঁচ > পাঁচ.
ছয় > ছয়.


[সূত্র: বাংলা একাডেমী বানান-অভিধান]



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

কাশ ফুলের কাব্য (তিথীডোর)

0

Category :

অতো > অত
ব্যাস > ব্যস (ব্যাস=diameter)
উঁহুঁ > উঁহু
এক্ষুণি > এক্ষুনি



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

কোন একদিন [বিষণ্ণ বাউন্ডুলে]

0

Category :

 
কোন > কোনো
উস্কুখুশ্কু > উশকোখুশকো
টিউসন > টিউশন
সিফটে > শিফটে
পেনসন > পেনশন
কিভাবে > কীভাবে
অদ্ভূত > অদ্ভুত
'জনার > কজনার
ভালো একটা কিছু পাওয়া যায় কিনা > ভালো একটা কিছু পাওয়া যায় কি না
নীচে > নিচে
ফোটা > ফোঁটা



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

গুরুচন্ডালী - ০২৯ (ধুসর গোধূলি)

0

Category :

ঠাঁয় > ঠায়
দাড়িয়ে > দাঁড়িয়ে
গহীণে > গহীনে
ঝারি > ঝাড়ি
ইহুদী > ইহুদি
পঁচা > পচা
যোগাড় > জোগাড়
শুভাকাঙ্খী > শুভাকাঙ্ক্ষী
ধরণের > ধরনের




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

স্বর্গের খুব কাছাকাছিঃ দ্য ট্রাভেলগ [চতুর্থ পর্ব] (ওডিন)

0

Category :

পৌছা > পৌঁছা
আধারে > আঁধারে
পশ্চাদপসারন > পশ্চাদপসরণ
গুরূত্ব > গুরুত্ব
বেশী > বেশি
ক্ষন > ক্ষণ
নীচে > নিচ (নীচ=হীন)
পাপীষ্ঠ > পাপিষ্ঠ
যোগাড় > জোগাড়
ধ্বস > ধস
উচু > উঁচু
চিন > চীন
কারন > কারণ
দর্শণ > দর্শন
কোন না কোন > কোনো না কোনো
গোলোকধাঁধা > গোলকধাঁধা (গোলক=গোলাকার বস্তু, গোলোক=স্বর্গে নারায়ণের বাসস্থান)
কারন > কারণ
সরনি > সরণি


ছাব্বিশ'শো, পঁচিশ'শ কেমন কেমন যেন লাগছে। কীভাবে লিখলে ভালো হয় বুঝতে পারছি না। 



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিক্ষানীতি বাস্তবায়িত হবে কবে? (গৌতম)

8

Category :

কিনা > কি না (কিনা=যেহেতু, কি না=সংশয়সূচক অব্যয়)
হয়েছিল > হয়েছিলো
একজায়গায় > এক জায়গায়
অ্যাপ্রোচ > মনোভাব/ভঙ্গি?




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিশুপালন-৫ (তাসনীম)

8

Category :

ভালবাসা > ভালোবাসা
শোন > শোনো
কি হবে না ছাড়লে? > কী হবে না ছাড়লে?
কিভাবে > কীভাবে
ছোটখাট > ছোটোখাটো
ব্যধি > ব্যাধি
ভাল > ভালো
আমিতো > আমি তো
গুন > গুণ
জনগন > জনগণ
পরিস্কার > পরিষ্কার
অনাকাঙ্খা  > অনাকাঙ্ক্ষা


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

মিঁয়াও -পর্ব ৬ (মর্ম)

2

Category :

সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলো! > সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলেন!
ছোট > ছোটো
কনা > কণা
এতো > এত
কোণা > কোনা
কি আর করা > কী আর করা
জিহবা > জিহ্বা
পাজর > পাঁজর
আকুপাকু > আঁকুপাঁকু


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিক্ষকগণ: বণিক স্যার (সিরাত)

4

Category :

কি আর করা। > কী আর করা?
ছিল > ছিলো
ঘৃনা > ঘৃণা
কাহাতব্য > কহতব্য
হল > হলো
পরিমান > পরিমাণ
ছুয়ে > ছুঁয়ে
বনিক > বণিক (এক জায়গায় ঠিক করা হয়নি)
কাঠফাঁটা > কাঠফাটা
কিভাবে > কী ভাবে
কি-ই > কী-ই
কি হল > কী হলো 
ছোট > ছোটো
কাহিনী > কাহিনি
কোয়োট > কোট
দামী > দামি
হল > হলো


কি/কীঃ
আপনি কি চান?= Do you want?
আপনি কী চান?= What do you want?]


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

রোকেয়া বেগম, বয়েস ৭৮ (দুষ্ট বালিকা)

2

Category :

ব্যাস্তানুপাতিক > ব্যস্তানুপাতিক (সম্ভবত)
দু'আঙ্গুলে > দু আঙুলে
মা-কে > মাকে
আমার মায় দেখি বড় হয়ে গেসে > আমার মায় দেখি বড় হয়া/হইয়া গেসে
যেনো > যেন
যেমটা > যেমনটা
উচিৎ > উচিত
ডাটা > ডাঁটা
বড়লোকী > বড়োলোকি
কোণা > কোনা
আমসত্ব > আমসত্ত্ব
কতোবার > কতবার
দেয়া > দেওয়া (দেয়া=মেঘ)
বেশী > বেশি
ভঙ্গী > ভঙ্গি
দুষ্টুমী > দুষ্টুমি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

একটা অভিনব প্রতারণার ব্যর্থ প্রয়াস - সতর্ক থাকুন (শামীম)

6

Category :

 
দেরী > দেরি
হল > হলো
পুরষ্কার > পুরস্কার
মটরসাইকেল > মোটরসাইকেল
আমি মটরসাইকেল দিয়ে কী করবো। > আমি মটরসাইকেল দিয়ে কী করবো?
সরকারী > সরকারি
মে' > মে
শ্বশুড় > শ্বশুর
গাড়ি'র > গাড়ির
দাবী > দাবি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

সোহিনী (তুলিরেখা)

0

Category :

বেশী > বেশি
দু'জনে > দুজনে
বেণী > বেণি
ওদের > ওঁদের
ইংরেজী > ইংরেজি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

হালাল খাবার, হারাম খাবার (অছ্যুৎ বলাই)

0

Category :

দুর্ণীতি > দুর্নীতি
কি কি খাবার > কী কী খাবার
অত:পর  > অতঃপর
প্যাচ > প্যাঁচ
অনোন্যপায় > অনন্যোপায়




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

গল্পঃ বউ (কনফুসিয়াস)

0

Category :

ক'জন, দু'টো, ক'মাস > কজন, দুটো, কমাস
ছোট > ছোটো
তরকারী > তরকারি
আদরের কোথাও যেন কম না হয় > আদরের কোথাও যেন কমতি না হয়/আদরের কোথাও যেন কম না পড়ে
জগত > জগৎ (আমি নিজেই জগত লিখে অভ্যস্ত। কবে যে জগৎ হয়ে গেলো কে জানে?)
মাংশ > মাংস
সিলিংএর > সিলিং-এর
দৌঁড় > দৌড়
রাজী > রাজি
কোন, কোনদিন, কোনভাবেই > কোনো, কোনোদিন, কোনোভাবেই
শেষ মেষ > শেষমেষ
পুরনো > পুরোনো
এ কথা শুনে রুমার সে কি হাসি। > এ কথা শুনে রুমার সে কী হাসি!
হত > হতো
হু > হুঁ
দিঘী > দিঘি
মুহুর্তে > মুহূর্তে
কাহিনী > কাহিনি
ভীড > ভিড়
ভাল > ভালো
ইদানিং > ইদানীং
চাকরিরি > চাকরিরই
সাঙ্ঘাতিক > সাংঘাতিক
খাকী > খাকি
বিশ্রি > বিশ্রী (আরেক জায়গায় বিশ্রী লিখেছেন কিন্তু!)
কাঠবিড়ালী > কাঠবিড়ালি



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

একবার তুমি সাহসে হাতের লাঠি তুলে ধরলেই, দেখবে আঁধার কাটাবার বড়ো বেশি আর দেরি নেই (যূথচারী)

0

Category :

বন্দী > বন্দি
বন্দীশালার > বন্দিশালার
তল্লাশী > তল্লাশি
কাহিনী > কাহিনি
জুতোপেটার স্বীকার > জুতোপেটার শিকার
কালক্ষেপন > কালক্ষেপণ
আইনী > আইনি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

ফেরা (ভণ্ড_মানব)

0

Category :

পরতে, পরেছি, পরা > পড়তে, পড়েছি, পড়া (পড়া=পাঠ করা, পরা=পরিধান করা)
চাকরী > চাকরি (আরেক জায়গায় আপনি নিজেই কিন্তু চাকরি লিখেছেন)
প্রার্থণা > প্রার্থনা
ফাকিবাজি > ফাঁকিবাজি
দুর্বিশহ > দুর্বিষহ
চাকরিজীবি > চাকরিজীবী
ধরণের > ধরনের
ইদানিং > ইদানীং
দুইবেকার > দুই বেকার
শুনিযে > শুনি যে
মিলতাসে, লাথথায়ে > মিলছে, লাথি দিয়ে (পুরো লেখা একই রীতিতে লেখা উচিত)
সান্তনা > সান্ত্বনা
বাধঁ > বাঁধ



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

পল স্ট্যামেটস'র বক্তব্য এবং একটি সম্ভাবনা (অনার্য সঙ্গীত)

0

Category :

স্ট্যামেটস'র > স্ট্যামেটসের
ধরণ > ধরন
প্রাণি > প্রাণী
উপকার-ই > উপকারই
ভেঙ্গে > ভেঙে
ধুমকেতু > ধূমকেতু
গবেষনা > গবেষণা
জাতিয় > জাতীয়
পরিমান > পরিমাণ
জৈব-বর্জ্য > জৈব বর্জ্য
পাকস্থলী জাত > পাকস্থলীজাত
ধার না ধরে > ধার না ধেরে দ
কিনা > কি না (কিনা ব্যবহৃত হয় যেহেতু অর্থে)
ঘাঁটাঘাটি > ঘাঁটাঘাঁটি
এজীবনে > এ জীবনে


টাইপোঃ 
সম্ভত  > সম্ভবত
থাক্কা > ধাক্কা
উদ্দ্যোগ > উদ্যোগ


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

স্মৃতির শহর-৬ : তিনি বৃদ্ধ হলেন (তাসনীম)

0

Category :

 
ডায়েরী > ডায়েরি (বাংলা একাডেমী ঈ-কার ঝরাচ্ছে। আমিও সেভাবে লিখি। উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু ই-টা ছোট।)
আঁকিবুঁকি > আঁকিবুকি
ওঁত > ওত (পাঠুদা বলেছেন আগেই)
ধারন > ধারণ
লুঙ্গী > লুঙ্গি
পরণে > পরনে
ভৌগলিক > ভৌগোলিক (এই বানানটা কমবেশি সবার ভুল হয়। ভূগোল থেকে ভৌগোলিক- সেটা মনে থাকে না।)




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

হাসতে নাকি জানেনা কেউ-১৫ (সচল জাহিদ)

2

Category :

১.
পাঞ্জাবী > পাঞ্জাবি
পড়ে, পড়তে > পরে, পরতে (পড়া=পড়ালেখা করা)

২.
কি হাসি আসছেনা! > কি? হাসি আসছে না?
কি একটা কথায় > কী একটা কথায়
ভুড়ি > ভুঁড়ি
থাকেনা, নামিসনা  > থাকে না, নামিস না

৩.
কি এবারো হাসতে পারলেননা নাকি? > কি ? এবারো হাসতে পারলেন না নাকি?
অকার্য্যকর > অকার্যকর
পরিনত > পরিণত
আরো কি হয় > আরো কী হয়



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

দুষ্ট ছেলে শিষ্টকরণ ও আমাদের চলচ্চিত্র (অছ্যুৎ বলাই)

0

Category :

দঁড়ি > দড়ি
দৌঁড়ে > দৌড়ে
গাঁইগুই > গাঁইগুঁই
রাণী > রানী
ময়ূরি > ময়ূরী
মোঁচড় > মোচড়
আমদানী > আমদানি
ফলপ্রসু > ফলপ্রসূ
হিন্দী > হিন্দি
তাহলো > তা হলো
পাইরেসী > পাইরেসি
রপ্তানী > রপ্তানি
বিদেশী > বিদেশি
দুইশ' > দুইশ


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

মিঁয়াও -পর্ব ৫ (মর্ম)

0

Category :

দুশ্চিন্তা সুরাহা করার উপায় > দুশ্চিন্তা থেকে সুরাহার উপায় (সুরাহা=উপযুক্ত প্রতিবিধান)
বলছি > বলসি (খাইসি, করসি ভাষার ক্ষেত্রে। স-এর বিকল্প হিসেবে ছ-এর ব্যবহার ঠিক না।)
পুরনো > পুরোনো
বেশী > বেশি
মসৃন > মসৃণ (ঋ, র, ষ-এর পর ণ। মরার ণ-ত্ব বিধান!)
আয়েশী > আয়েশি
কি ভেবে > কী ভেবে
কিনা > কি না (কিনা বলতে যেহেতু বোঝায়, সংশয় প্রকাশে কি না)
নীচে > নিচে (নীচ=হীন)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

ব্রহ্মপুত্রের উপর বাঁধ নির্মান শুরু করল চীন (সচল জাহিদ)

2

Category :

এজেন্সী > এজেন্সি
মুখোপাত্র > মুখপাত্র
করবেনা > করবে না
অন্যের ক্ষতিকর হবে > অন্যের জন্য ক্ষতিকর হবে
থাকবেনা > থাকবে না
ন্যুনতম > ন্যূনতম
দূর্বল > দুর্বল
নির্মান > নির্মাণ
কারন > কারণ
বাকী > বাকি
উত্তর দক্ষিণ >  উত্তরদক্ষিণ (এটা আমার নিজেরই পছন্দ না। আমি উত্তর-দক্ষিণ লেখার পক্ষপাতী)
প্রমান > প্রমাণ
ঘোষনা > ঘোষণা
আলোচনা হয়েছে কিনা > আলোচনা হয়েছে কি না (সংশয় প্রকাশে কি না, আর যেহেতু অর্থে কিনা)



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

বাবাবেলার রোজনামচা (মামুন হক)

0

Category :

কূ > কু
ঠেঙ্গিয়ে > ঠেঙিয়ে
কি হচ্ছে দেখতে পারে > কী হচ্ছে দেখতে পারে
ঘর্ঘর > ঘড়ঘড়
দু’টো, দু’টোর > দুটো, দুটোর
পৌছাতে > পৌঁছাতে
বিদেশী > বিদেশি
দূর্বলতা > দুর্বলতা
নীচু > নিচু (নিচ=নিম্ন, নীচ=হীন)
জানিনা > জানি না
পুটুলী > পুটুলি
সেরাতে > সে রাতে
সদ্যজাত > সদ্যোজাত
দরকারী > দরকারি
জিনিষ > জিনিস
কারসীট > কার সিট
পীঠ > পিঠ (পীঠ=প্রতিষ্ঠান, যেমনঃ বিদ্যাপীঠ)
ঘরে আনার টের পেতে শুরু করলাম > ঘরে আনার পর টের পেতে শুরু করলাম
পৌছেছিল > পৌঁছেছিল
পীঠাপিঠি > পিঠাপিঠি



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

৫টা শর্টফিল্ম : হুদাই পোস্ট (হাসিব)

0

Category :

ধারন > ধারণ

উকি > উঁকি

সিনেমাটা পুরোটা দেখতে হবে এটা বিশেষত্ব বুঝতে হলে >  সিনেমার পুরোটা/ সিনেমাটা পুরো দেখতে হবে এটা বিশেষত্ব বুঝতে হলে




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

চলুন একটা জরিপ করি (এনকিদু)

0

Category :

চালান > চালানো

জানানর > জানানোর

অন্তর্জালে > আন্তর্জালে (অন্তর্জাল=intranet, আন্তর্জাল=internet )

ধারনা > ধারণা

তথ্যা > তথ্য

অন্তার্জালের > আন্তর্জালের

গ্রহন > গ্রহণ


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

টিপ (যূথচারী)

0

Category :

প্রশাধন > প্রসাধন

ক্রীস্টমাস > ক্রিস্টমাস


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

অহেতুক লেখা-১ (যূথচারী)

0

Category :

খ্রীস্টান > খ্রিস্টান

কিনা > কি না  (কিনা=যেহেতু, সংশয় প্রকাশে কি না)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

| কাকতালীয়…| রণদীপম বসু

2

Category :

সর্বোনাশ > সর্বনাশ

ধোয়ে > ধুয়ে

ফতোয়া > ফতুয়া

টঙ > টং

কোন > কোনো (কোন-এর উচ্চারণ কোন্‌)

কিভাবে > কীভাবে (কোনভাবে অর্থে)

দু’কদম > দুকদম (বর্ণলোপচিহ্ন এখন তুলে দেওয়া হচ্ছে। যেমনঃ দু'টো>দুটো)

ফেরৎ > ফেরত

হাসফাস > হাঁসফাঁস

রোগে ভোগে ভোগে > রোগে ভুগে ভুগে

দূববর্তী > দূরবর্তী

একনম্বর > এক নম্বর

চেচামেচি > চেঁচামেচি

রুগী > রুগি (রোগী তৎসম শব্দ, সেক্ষেত্রে ঈ-কার। রুগি আঞ্চলিক উচ্চারণ। এক্ষেত্রে ঈ-কারের কোন বিধান নেই, তাই ই-কার।)

জীবনসঙ্গি > জীবনসঙ্গী

কতো > কত (কত, কতো দুইয়ের উচ্চারণ এক। তাই বিকল্প পরিহার করে কত লেখা হয়।)

দেবদূতি > দেবদূতী (আমার একটু খটকা আছে। সংসদ বাঙ্গালা অভিধানমতে দূতী/ দূতি দুইই হয়। বাংলা একাডেমীর বানানরীতি মতে তাহলে দূতি লেখা উচিত। বিকল্প ঈ-কার ত্যাগ করার লক্ষ্যে। কিন্তু তারা বলছে দূতী।)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

মাহবুবুর রহমান জালাল ও তাঁর মুক্তিযুদ্ধের সংগ্রহশালা (তানভীর)

0

Category :

কিনা > কি না (কি না= সংশয়সূচক অব্যয়, কিনা=যেহেতু)

প্রেতাত্দারা  > প্রেতাত্মারা

পেঁৗছে > পৌঁছে

দুর্লভ সব স্থিরচিত্র_যেখানে যা পেয়েছেন > দুর্লভ সব স্থিরচিত্র, যেখানে যা পেয়েছেন

জাতির বিরুদ্ধে কী ভূমিকা নিয়েছিল_সেসব তথ্য > জাতির বিরুদ্ধে কী ভূমিকা নিয়েছিল সেসব তথ্য

তাঁর ভাষায়_'আমার নজর সব সময় ছিল ... > তাঁর ভাষায়ঃ 'আমার নজর সব সময় ছিল ... 


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

চশমা বিভ্রাট (জহিরুল ইসলাম নাদিম)

1

Category :

► বানানঃ

জরুরী > জরুরি (জরুর আরবি শব্দ, সংস্কৃত নিয়মবদ্ধ শব্দ ছাড়া ঈ-কার পরিহার্য)


► আগে আমরা "দু'টো", "ক'রে" লিখতাম। এখন "দুটো", "করে" লেখা হয়।

ক'রে > করে

ক'রেই বসে > করেই বসে

পা'তে > পাতে


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

ফাঁক (শুভাশীষ দাশ)

0

Category :

গ্রীন > গ্রিন (ইংরেজি শব্দে ঈ-কার পারতপক্ষে পরিহার্য, যেহেতু সংস্কৃত নিয়মের বাধ্যবাধকতা নেই। উচ্চারণ অনুযায়ী লিখলেও আমার মনে হয় ই-কারই হয়। কারণ GREEN এ ই-টা যদিও দীর্ঘ, বাংলায় বলার সময় আমরা ছোট করে বলি।)

পারষ্পরিক > পারস্পরিক

কীনা > কি না (আমি নিজে কী না বলার পক্ষপাতী। কিন্তু অভিধানে আছেঃ কি না=সংশয়সূচক অব্যয়, কিনা=যেহেতু)

একটু পড়ে > একটু পরে

গোলমত > গোলমতো (মত=অভিমত)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

সন্ন্যাসী কাগু'গুপ্ত (সুহান রিজওয়ান)

0

Category :

■ ভ্যাঁচকে শব্দটা অভিধানে নেই। নিঃসন্দেহে তৎসম নয়। কাজেই চন্দ্রবিন্দু হওয়ার কথা নয়।


■ ঈ-কারের প্রয়োগ সংস্কৃত ব্যাকরণ থেকে এসেছে, তৎসব শব্দে। ইংরেজি শব্দে তাই এখন ই-কার দেওয়া হয় না।

স্ক্রীন > স্ক্রিন

পাইরেসী > পাইরেসি 

যদি উচ্চারণ বিচারেও বানান লিখতে যাও, খেয়াল করে দেখো বাংলায় বলার সময় স্ক্রিন, পাইরেসি বলি আমরা (ছোট ই), স্ক্রীন, পাইরেসী না।


■ অ্যাপোস্ট্রফি উঠে গেছে। আগে লিখতাম দু'টো। এখন দুটো।

বিজয়ে'তে > বিজয়েতে

কলিকাল'টা > কলিকালটা

বাল'টা > বালটা



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

পিছু ছাড়ছে না যৌননিপীড়ন (হাসিব)

1

Category :

ব্যাপক ভিত্তিতে > ব্যাপক হারে

দিন > কদিন (এইটা আমি নতুন শিখলাম :D। দুদিন আগে আমিও ক’দিন লিখতাম।)

কারন হিসেবে ধারনা ধারনা যায় > কারণ হিসেবে ধারনা করা যায়

কিভাবে > কীভাবে (কোনভাবে অর্থে, কী তে জোর দেওয়া হচ্ছে)

প্রমান > প্রমা

পৌছয় > পৌঁছায়

বিচার আদতেই হলো কিনা > বিচার আদতেই হলো কি না (কিনা=যেহেতু, কি না=সংশয়/প্রশ্নসূচক অব্যয়)

কারনে > কারণে

এমনকি কাফি বিষয়ে > এমনকি কাফী বিষয়ে (নামের বানানে নিয়ম চলে না। কিন্তু পোস্টে বাকি সব জায়গায় কাফী লিখেছেন। তাই ধরে নিচ্ছি এটাই সঠিক বানান।)

পারেনা > পারে না

যদ্দুর > যদ্দূ


বিদেশি শব্দে ঈ-কার > ই-কারঃ

ঈ-কারের প্রয়োগ সংস্কৃত ব্যাকরণে। বিদেশি শব্দে এর ব্যবহার আবশ্যিক নয় বলে বাংলা একাডেমী সরলীকরণের জন্য ই-কার বেঁধে দিয়েছে।

তৈরী > তৈরি [তইয়ার থেকে তৈরি। তইয়ার ফারসি শব্দ]

মঞ্জুরী > মঞ্জুরি [মন্‌জুর আরবি শব্দ]

জরুরী > জরুরি [জরুর আরবি শব্দ]

 

তৎসম শব্দে ঈ-কারঃ

যেসব তৎসম শব্দে ই-কার, ঈ-কার দুইই হয় সেগুলোতে এখন ই-কার লেখা হয়। যেমনঃ কিংবদন্তি/ কিংবদন্তী, চিৎকার/ চীৎকার ধমনি/ ধমনী সবই হয়। বাংলা একাডেমী এখন বাড়তি ঈ-কার ছেঁটে ফেলে কিংবদন্তি, চিৎকার, ধমনি লেখে। অবশ্যই ঝামেলা কমানোর জন্য। কিন্তু যেসব তৎসম শব্দে ঈ-কার বাধ্যতামূলক সেগুলোতে ই-কার দিলে ভুল হবে।

কার্যকরি > কার্যকরী

পরবর্তিতে > পরবর্তীতে

সহকর্মি > সহকর্মী

ছাত্রি > ছাত্রী

ভুক্তভোগি > ভুক্তভোগী

 


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

হাসতে নাকি জানেনা কেউ-১৪ (সচল জাহিদ)

3

Category :

তৎক্ষণাত > তৎক্ষণাৎ

নাতনী > নাতনি

থাকেনা > থাকে না


কি/কীঃ

কিঃ আপনি কি লিখছেন? (Are you writing?) (উত্তর হ্যাঁ অথবা না)

কীঃ আপনি কী লিখছেন? (What are you writing?) (হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া সম্ভব না)


সেই হিসেবেঃ

এইটা তোমার কি বিচার। > এইটা তোমার কী বিচার?

তুই কি চাস তাহলে > তুই কী চাস তাহলে?


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

একটি জানালার আত্মকথা (পাগল মন)

0

Category :

আত্নকথা > আত্মকথা

আরও কত কি > আরও কত কী

পৌছে > পৌঁছে

তৈরী > তৈরি

ছোয়া > ছোঁয়া

রঙ > রং

গৃহকত্রী > গৃহকর্ত্রী

ধরণে > ধরন

দাড়ালো > দাঁড়ালো

দো’তলা > দোতলা

কুড়েঁঘরেও > কুঁড়েঘরেও

ঘুমিয়ে পরলে > ঘুমিয়ে পড়লে

ভাবী > ভাবি (ভাবী=ভবিতব্য)

করে ন্‌ > করে না

যদি তুমি এরকম অলুক্ষেনে কথা বল, তাহলে কিন্তু ভালো হবে বলে দিচ্ছি > যদি তুমি এরকম অলুক্ষুণে কথা বল, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি

স্বান্তনা > সান্ত্বনা

কিসব > কী সব

ভেঙ্গে > ভেঙে

জানালাতো > জানালা তো



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শৈশবের ঢাকা (লাবণ্য)

0

Category :

বেশী > বেশি

আসল > এলো

কুড়েঘর > কুঁড়েঘর 

তৈরী > তৈরি

তেজগা > তেজগাঁ

চড়ান > চরানো (চড়ানো=চড় দেওয়া)

বাউন্ডারী > বাউন্ডারি

ফাকে > ফাঁকে 

বাঁশী > বাঁশি

চেতাম > চাইতাম

বেজী > বেজি

দাড়িয়ে > দাঁড়িয়ে

ঢেকিতে পার দেয়া > ঢেঁকিতে পাড় দেওয়া (দেয়া=মেঘ)

আম পরলে > আম পড়লে

বেলের কাটা > বেলের কাঁটা

পাখী > পাখি

মত > মতো

উকি > উঁকি



[সূত্রঃ বাংলা একাডেমী বানান-অভিধান]



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

কাঁচপোকা (আনন্দী কল্যাণ)

1

Category :

কাঁচ > কাচ (আগে কাঁচ, কাচ দুটোই চলতো। বাংলা একাডেমী এখন বিকল্প বানান ছেঁটে ফেলছে। কাঁচ লেখা হয় কাঁচা বোঝেতে। যেমনঃ কাঁচকলা।)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

রবীন্দ্রনাথের 'ছুটি' গল্প এবং বৃক্ষপুরাণ (সুহান রিজওয়ান)

0

Category :

যোগাড় > জোগাড়

ফুতেছিলো > ফুটেছিলো

আকর্ষনে > আকর্ষণে

 

“একটা অলৌকিকের প্রত্যাশায়” কি হয়? অলৌকিক না বিশেষণ?

 

ঈ-কার > ই-কারঃ (পাণ্ডবদার পোস্টের এই মন্তব্যগুলো একটু দেখো)

ভীড় > ভিড়

কলোনী > কলোনি

লাইব্রেরী > লাইব্রেরি

পাহাড়ী > পাহাড়ি

শিকারী > শিকারি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

অভ্র, বিজয়, চুইংগাম (অভ্রনীল)

0

Category :

স্ক্রিণে > স্ক্রিনে

বদরাগী > বদরাগি (রাগি=কোপনস্বভাব, রাগী=অনুরাগযুক্ত)

নাতী > নাতি

ভেংচী > ভেংচি

মুখস্ত > মুখস্থ

দামী > দামি

কম্পানি > কোম্পানি

ঘাটলে > ঘাঁটলে

কিনা > কি না

 

(সূত্রঃ বাংলা একাডেমী বানান-অভিধান)


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

গতস্য শোচনা নাস্তি (মামুন হক)

2

Category :

ইদানিং > ইদানীং

খুশী > খুশি

এজাতীয় > এ জাতীয়

কড়ায় গণ্ডায় উপভোগ > কানায় কানায় উপভোগ (বা অন্য কিছু। কড়ায় গণ্ডায় হিসেবের ক্ষেত্রে বলা হয়।)

পুরান > পুরানো

মসৃন > মসৃণ

বিদেশী > বিদেশি

সল্পকালীন > স্বল্পকালীন

হাড়ি-কুরি > হাঁড়িকুড়ি

বাঁধল > বাঁধলো

জার্মানী > জার্মানি

বেচারী > বেচারি

রেধেঁ > রেঁধে

মুরগী > মুরগি

ফ্রীজ > ফ্রিজ

বাড়িওয়ালী > বাড়িওয়ালি

খচখচানী > খচখচানি

কি জানি হয়তো আমার মনই পুলিশ পুলিশ > কী জানি হয়তো আমার মনই পুলিশ পুলিশ

ঘূনাক্ষরেও > ঘুণাক্ষরেও

রক্ষনশীল > রক্ষণশীল

বাঙ্গালী > বাঙ্গালি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

ফিওনা-৩ (মানুষ নামের আজব প্রাণী) [নীড় সন্ধানী]

2

Category :

দুরবর্তী > দূরবর্তী

বৈশিষ্ট > বৈশিষ্ট্য

পঁচিয়ে > পচিয়ে

উত্তরাধূনিক > উত্তরাধুনিক

শূণ্যে > শূন্যে

দাবী > দাবি

গাড়ী > গাড়ি

ভুমি > ভূমি

ভীষন > ভীষণ

বানিজ্য > বাণিজ্য

বন্দী > বন্দি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

আর একটা ২১ বা ২৬ ই আমার ঘুম ভাঙাবে (সাদা-কালো)

0

Category :

টাইপোঃ

জাইবো > যাইবো

ভিটি > ভিটে

দুর্ভগ্য > দুর্ভাগ্য

কখন > কখনো

সালিশদের > সালিশিদের

পুরূষ > পুরুষ

বলে ই > বলেই

 

অন্যান্যঃ

অদ্য > অদ্যও / আজও

বিরাঙ্গনা > বীরাঙ্গনা

উত্তরাধিকারি > উত্তরাধিকারী

পুর্ব > পূর্ব

উপোষ > উপোস


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

সংসার (সচল জাহিদ)

2

Category :

সমস্যা একটাই। সে নাকি সংসার বুঝেনা। (যতিচিহ্ন)

 

শরিফ হলো গেরস্ত মানুষ। তার কি আর এই বউ দিয়ে চলে?

(যতিচিহ্ন + গেরস্থ > গেরস্ত)

 

আর তা করবেই বা কেন? সে তো আর তার আগের বউরে রাস্তায় ফেলছেনা, অমর্যাদাও করছেনা, নিজের বাড়িতেই খালি আলাদা ঘরে থাকতে দিয়েছে। (যতিচিহ্ন)

 

ভালমতন > ভালো মতন

 

বেগুনতলী > বেগুনতলি (নামের ক্ষেত্রে ঈ-কার ভুল নয়। যেমন বাংলা একাডেমী-র নিজের নামেই ঈ-কার। কিন্তু গল্পে শরিফ লেখা, শরীফ নয়। সে রীতিতে বেগুনতলি লেখা সঙ্গত।)

 

ইদানিং > ইদানীং (ই-কার > ঈ-কার)

 

কাঁচ > কাচ (আমরা আগে কাঁচ লিখতাম। বাংলা একাডেমী যথাসম্ভব জটিলতা ত্যাগ করার লক্ষ্যে বানানে বিকল্প কমাতে চেষ্টা করেছে। কাঁচ এখন কাঁচা অর্থে ব্যবহৃত হয়। যেমনঃ কাঁচকলা।)



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

ডায়েরির পাতা থেকে [মুক্ত বিহঙ্গ]

4

Category :

আশ্চর্যকর > আশ্চর্যজনক / বিস্ময়কর

আগামি > আগামী

বাসন্তি > বাসন্তী


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]