মিঁয়াও -পর্ব ৬ (মর্ম)

2

Category :

সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলো! > সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলেন!
ছোট > ছোটো
কনা > কণা
এতো > এত
কোণা > কোনা
কি আর করা > কী আর করা
জিহবা > জিহ্বা
পাজর > পাঁজর
আকুপাকু > আঁকুপাঁকু


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

2 comments:

Goutam said...

১. সূয্যিমশাই উত্তম পুরুষে কেন হবেন?

২. 'ছোট' ভুল কেন? ঠিকই তো আছে। 'ছোটো' বরং বিকল্প শব্দ।

বুনো said...

মজা করে সুয্যিমামাকে মশাই বলা হচ্ছে, তাই। লেখক ওটা নেবেন কি না তাঁর ইচ্ছা।

'ছোটো' নিয়ে আমি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগি। লীলেন্দাকে জিজ্ঞেস করলাম সেদিন। ছোটো মানে তো ছুটে যাও-ও হতে পারে। উনি বললেন "ছুটে যাও" অর্থে যেহেতু ব্যবহার কম, তাই ওটা ইগনোর করা যায়।

আগে আমি ছোট/ছোট ধরতাম না। অভিধানে বেশ কয়েক জায়গায় দেখার পর ধরেছি।

Post a Comment