আটকে পড়া দুপুর (স্পর্শ)

2

Category :

পাচ্ছিনা > পাচ্ছি না
রোদ বৃষ্টিতো > রোদ-বৃষ্টি তো
উকি > উঁকি
উঠতো > উঠত
জিনিশ > জিনিস
ঘেষা > ঘেঁষা
কোথেকে > কোত্থেকে
তারপরো > তারপরও
অনুভুতি > অনুভূতি
সুর্য > সূর্য
কতোদূর > কতদূর
  



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

2 comments:

Anonymous said...

প্রথমেই একটা বড় করে ধন্যবাদ। (আচ্ছা ধনব্যাদ কি সালাম এর মত বড় করে দেওয়া যায়?)
ভুলগুলো শুধরে নিয়েছি। :)

শুধু 'জিনিশ' 'জিনিস' দুটোই হয়, আমি 'শ' দিই এখানে। চোখের অভ্যাস।

আর "কোথেকে"টা আসলে লিখতে চেয়েছিলাম -কো'থেকে- একটা 'থ' আপোস্টপি দিয়ে গিলে ফেলা আরকি। উচ্চারণে দুটো থ চাইনি। আজকাল নাকি আপোস্টপি দেয় না। তাই দেইনি। :-s

আর 'কতোদূর'টা মনে হয় 'কতো দূর'ই হবে। আমার হাতের বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধান তেমনই বলছে। অবশ্য আমি মাঝের স্পেসটা দেইনি। এর জন্য আবার গ্রামার আলাদা কিনা বুঝছি না। একটু দেখে নিয়েন তো।

ধন্যবাদ তো একবার দিয়েই ফেলেছি। এখন তাহলে কৃতজ্ঞতা রাখুন। :)

-স্পর্শ

বুনো said...

একটা ব্যাপার খুলে বলি। বাংলা একাডেমী বিকল্প বানান ছেঁটে ফেলে তুলনামূলক সহজ বানানটি রাখছে। প্রচলিত অভিধানে বিকল্প বানানও দেওয়া থাকে। কারণ সেগুলো ব্যাকরণসিদ্ধ। কিন্তু বানান-অভিধানে শুধুমাত্র গ্রহণীয় বানানই দেওয়া।

জিনিশ, জিনিস দুটোই আগে ঠিক ছিলো। কিন্তু এখন 'জিনিস' লেখা হয়। জিনিশ বিকল্প বানান। কাজেই বর্জনীয়।

'কোথেকে' শব্দটা কি হয়? হয় 'কোথা থেকে' নাহয় 'কোত্থেকে'। তাই না?

বাংলা একাডেমী বানান-অভিধান দেখেই বলছি 'কতদূর'। স্পেস নাই।

ধন্যবাদ, কৃতজ্ঞতা কোনোটাই না দেওয়ার অনুরোধ রইলো।

Post a Comment