দেরী > দেরি
হল > হলো
পুরষ্কার > পুরস্কার
মটরসাইকেল > মোটরসাইকেল
আমি মটরসাইকেল দিয়ে কী করবো। > আমি মটরসাইকেল দিয়ে কী করবো?
সরকারী > সরকারি
মে' > মে
শ্বশুড় > শ্বশুর
গাড়ি'র > গাড়ির
দাবী > দাবি
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
May
3
2010
Category :
Time: 2:04 AM
2010 - Copyright © বানানালয় All rights reserved.
Wordpress Theme by : SkinPress.com | Blogger Template by Anshul Dudeja
6 comments:
জটিল
ধন্যবাদ। সংশোধন করলাম।
শ্বশুর বানানটা দেখি একবার ভুল করেছি আর দুইবার ঠিকভাবে লিখেছি!
হলো, পুরস্কার ... এই বানানগুলো আর ভুল হবে না আশা করছি।
ভালো উদ্যোগ! তবে উদ্যোগটাকে সেদিনই 'অতীব চমৎকার' বলা হবে যেদিন আমার কোনো লেখার পোস্টমর্টেম এখানে পাওয়া যাবে। :)
এ প্রসঙ্গে আমার দুটো কথা:
১. হল বানানটাকে ভুল ধরতে পারছি না। বাংলা একাডেমীর পরামর্শ অনুসারে এখানে যদিও 'হলো'-টাই ঠিক হবে; কিন্তু এটা যেহেতু এখনো নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে নি, তাই 'হল' কিন্তু ভুল না।
২.উর্ধ্বকমার ব্যাপারেও একই কথা প্রযোজ্য। :)
গৌতমদা,
বাংলা একাডেমীর যুক্তিমতে:
হল=লাঙল
হলো=হইল
তারা কোনোরকম বিকল্প বানান রাখতে নারাজ।
বর্ণবিলোপ চিহ্ন ছাড়াও যেহেতু এখন বোঝা যায় তাই ওগুলো পারতপক্ষে বাদ দেওয়া হচ্ছে। হইত-কে যখন হ'ত লেখা হতো সেটা উহ্য ই-এর অনুপস্থিতি বোঝানোর জন্য। পরে এটা প্রচলিত হয়ে গেলো। তাই আর ' লাগে না।
শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। :)
Post a Comment