■ ভ্যাঁচকে শব্দটা অভিধানে নেই। নিঃসন্দেহে তৎসম নয়। কাজেই চন্দ্রবিন্দু হওয়ার কথা নয়।
■ ঈ-কারের প্রয়োগ সংস্কৃত ব্যাকরণ থেকে এসেছে, তৎসব শব্দে। ইংরেজি শব্দে তাই এখন ই-কার দেওয়া হয় না।
স্ক্রীন > স্ক্রিন
পাইরেসী > পাইরেসি
যদি উচ্চারণ বিচারেও বানান লিখতে যাও, খেয়াল করে দেখো বাংলায় বলার সময় স্ক্রিন, পাইরেসি বলি আমরা (ছোট ই), স্ক্রীন, পাইরেসী না।
■ অ্যাপোস্ট্রফি উঠে গেছে। আগে লিখতাম দু'টো। এখন দুটো।
বিজয়ে'তে > বিজয়েতে
কলিকাল'টা > কলিকালটা
বাল'টা > বালটা
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
0 comments:
Post a Comment