সংসার (সচল জাহিদ)

2

Category :

সমস্যা একটাই। সে নাকি সংসার বুঝেনা। (যতিচিহ্ন)

 

শরিফ হলো গেরস্ত মানুষ। তার কি আর এই বউ দিয়ে চলে?

(যতিচিহ্ন + গেরস্থ > গেরস্ত)

 

আর তা করবেই বা কেন? সে তো আর তার আগের বউরে রাস্তায় ফেলছেনা, অমর্যাদাও করছেনা, নিজের বাড়িতেই খালি আলাদা ঘরে থাকতে দিয়েছে। (যতিচিহ্ন)

 

ভালমতন > ভালো মতন

 

বেগুনতলী > বেগুনতলি (নামের ক্ষেত্রে ঈ-কার ভুল নয়। যেমন বাংলা একাডেমী-র নিজের নামেই ঈ-কার। কিন্তু গল্পে শরিফ লেখা, শরীফ নয়। সে রীতিতে বেগুনতলি লেখা সঙ্গত।)

 

ইদানিং > ইদানীং (ই-কার > ঈ-কার)

 

কাঁচ > কাচ (আমরা আগে কাঁচ লিখতাম। বাংলা একাডেমী যথাসম্ভব জটিলতা ত্যাগ করার লক্ষ্যে বানানে বিকল্প কমাতে চেষ্টা করেছে। কাঁচ এখন কাঁচা অর্থে ব্যবহৃত হয়। যেমনঃ কাঁচকলা।)



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

2 comments:

Zahidul Islam said...

ধন্যবাদ বুনোহাঁস

বুনো said...

আপনাকেও ধন্যবাদ, ভাইয়া। ভালো থাকবেন। :)

Post a Comment