শব্দালাপ: http://www.sachalayatan.com/anandi_kalyan/32528

0

Category :



পারিনা, করিনি > পারি না, করি নি [না, নি, নাই আলাদা থাকবে]
নিশ্চই > নিশ্চয়ই
শার্টটা কী মিতার সামনেই খুলেছিল? > শার্টটা কি মিতার সামনেই খুলেছিল?
কোন > কোনো
মাহফুজের সাথে কী ব্যাপারে কথা বলা ঠিক হবে? > মাহফুজের সাথে কি ব্যাপারে কথা বলা ঠিক হবে?

কি/কী:
কি: আমি কি চাই? [Do I want?] উত্তর হ্যাঁ বা না
কী: আমি কী চাই? [What do I want?] হ্যাঁ/না দিয়ে উত্তর হয় না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/anandi_kalyan/32528

0

Category :



পারিনা, করিনি > পারি না, করি নি [না, নি, নাই আলাদা থাকবে]
নিশ্চই > নিশ্চয়ই
শার্টটা কী মিতার সামনেই খুলেছিল? > শার্টটা কি মিতার সামনেই খুলেছিল?
কোন > কোনো
মাহফুজের সাথে কী ব্যাপারে কথা বলা ঠিক হবে? > মাহফুজের সাথে কি ব্যাপারে কথা বলা ঠিক হবে?

কি/কী:
কি: আমি কি চাই? [Do I want?] উত্তর হ্যাঁ বা না
কী: আমি কী চাই? [What do I want?] হ্যাঁ/না দিয়ে উত্তর হয় না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/hrrh69/32493

0

Category :


দক্ষিন > দক্ষিণ 
আর কোন ফসলের > আর কোনো ফসলের
বেশীরভাগ > বেশিরভাগ
গাড়ী > গাড়ি
যায়নি > যায় নি
তৈরী > তৈরি
দিল > দিলো
দুরত্ব > দূরত্ব
পন্য > পণ্য
গুড়ি > গুঁড়ি
চুড়ান্ত > চূড়ান্ত
দারুন > দারুণ
তরুন > তরুণ
ফন্দী > ফন্দি
বাড়ী > বাড়ি
খাসী > খাসি
মুরব্বী > মুরুব্বি
দুর > দূর
ফুর্তি > ফূর্তি
কি করতে হবে > কী করতে হবে
কি করে > কী করে
রাজী > রাজি
বিরূদ্ধে > বিরুদ্ধে
পৌছালো > পৌঁছালো
মরুভুমি > মরুভূমি
বরন > বরণ
সিন্ধুক > সিন্দুক
স্তুপ > স্তূপ


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/mamun_taiwan/32271

0

Category :



নিল > নিলো
বিছা শিকার > বিছাশিকার [সমাসবদ্ধ]
বাকী > বাকি
কোন > কোনো [একাধিকবার এসেছে]
করেনি > করে নি
পীঠ > পিঠ [পীঠ=আলয়, যেমন: বিদ্যাপীঠ]
বগলবন্দী > বগলবন্দি
খাঁকড়ে > খাঁকরে
আসবিনা > আসবি না
নসীব > নসিব
নাখোশী > নাখোশি
পাগড়ী > পাগড়ি
দামী > দামি
পোষাক > পোশাক
দেরী > দেরি
গরীব > গরিব
তৈরী > তৈরি
আল্লাহ্ রহমত পড়ুক > আল্লাহ্ রহমত  নাজিল/বর্ষিত হোক [গজব পড়ে, রহমত নাজিল হয়]
বদলী > বদলি
মুসুল্লী > মুসল্লি
এতক্ষন > এতক্ষণ
গিলছিল > গিলছিলো
তসবীর > তসবি’র [এইটা আমার ফতোয়া। কারণ তসবির মানে ছবি।]
ভাঙ্গা > ভাঙা
ঠিক কিনা > ঠিক কি না
লাগেনা> লাগে না
সেক্রেটারী > সেক্রেটারি
পাঁচটাকা > পাঁচ টাকা
ষাড় > ষাঁড়
নীচে > নিচে [নীচ=হীনপ্রবৃত্তির, mean]
প্রতিবেশি > প্রতিবেশী


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/tmhossain/32186

0

Category :



পাইনি > পাই নি [না, নি, নাই আলাদা হবে]
পাব> পাবো
লাইব্রেরিকে”>“লাইব্রেরিক”কে
হাঁকডাঁক > হাঁকডাক
কোন  > কোনো [একাধিকবার]
হল > হলো
বায়ু দূষণ > বায়ুদূষণ [সমাসবদ্ধ পদ]
বহুমুখি, নানামুখি > বহুমুখী, নানামুখী
কিনা > কি না [সংশয় প্রকাশে কি, না আলাদা হবে]
কি একটা ধর্মঘট > কী একটা ধর্মঘট
রেঁস্তোরা > রেস্তরাঁ
লক্ষী > লক্ষ্মী
দীর্ঘক্ষন > দীর্ঘক্ষণ
ভাঙ্গা > ভাঙা
হোল > হলো
ছিল > ছিলো
হত > হতো
নীচে > নিচে [নীচ=হীনপ্রবৃত্তির]
কি আশ্চর্য > কী আশ্চর্য

রাজিব চক্রবর্তী যদি নিজের নাম এই বানানে লেখেন তাহলে ঠিক আছে। কিন্তু তৎসম যে শব্দটির অর্থ পদ্মফুল তার বানান রাজীব

[সূত্র: বাংলা একাডেমী বানান-অভিধান, সংসদ্‌ বাঙ্গালা অভিধান ]

 

[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/guest_writer/32248

3

Category :



বানান:
জুরোনো > জুড়ানো
চা টা > চা-টা
ছিল > ছিলো
হল > হলো
সর আলা > সরওয়ালা/সরঅলা
রকমারী > রকমারি
বাহারী > বাহারি
ভ্যারী > ভ্যারি
মনমত > মনমতো
কোনটাই > কোনোটাই
ডেইজী > ডেইজি
ব্যার্থতা > ব্যর্থতা
কারন > কারণ
জানুয়ারী > জানুয়ারি
কিনা > কি না (কিনা=যেহেতু)
নিল > নিলো
গীফট > গিফট
কাহিনী > কাহিনি


সমাসবদ্ধ পদগুলো একসাথে হবে:
চা প্রীতি > চা-প্রীতি
নিশ্চিত ভাবে > নিশ্চিতভাবে
অঞ্চল ভেদে > অঞ্চলভেদে
বাহুল্য বর্জিত > বাহুল্যবর্জিত


টাইপো:
ঝকোমক্ত > ঝকমক তো (সম্ভবত)
সব্রকম > সবরকম


কি/কী:
কি: তুমি কি চাও? [Do you want?] … উত্তর হ্যাঁ অথবা না
কী: তুমি কী চাও? [What do you want?] … হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/anupom_tribedi/32235

2

Category :


কিভাবে > কীভাবে
কি দিয়ে > কী দিয়ে
কি আর পারি? > কী আর পারি?
কি করা যায় > কী করা যায়
ঢূঁ > ঢুঁ
ঘুরা-ঘুরি > ঘুরাঘুরি
'দিন > কদিন
দেরী > দেরি
একি > এ কী
পরি কি মরি > পড়ি কি মরি
গেলো > গেল
শেষ মেষ > শেষমেষ
তিন জনা > তিনজনা
বারটা > বারোটা
হুস > হুঁশ
নেয়া > নেওয়া
কপাল কী এতই খারাপ > কপাল কি এতই খারাপ
তাজ্জিব > তাজ্জব/আজিব
পৌছলাম > পৌঁছলাম
কারন > কারণ
লাইফষ্টাইল > লাইফস্টাইল [বিদেশি বানানে ষ হয় না। ব্যতিক্রম: খ্রিষ্ট]
তাই > তা-ই
বে-দীশা > বে-দিশা
গাড়ী > গাড়ি
উঁনার > উনার [সম্মান বোঝাতে ‘তাঁর’-এ চন্দ্রবিন্দু দেওয়া হয়। ‘উনার’ নিজেই সম্মানজনক।]

কি/কী:
কি: তুমি কি চাও? [Do you want?] … উত্তর হ্যাঁ অথবা না
কী: তুমি কী চাও? [What do you want?] … হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শব্দালাপ: http://www.sachalayatan.com/sabih_omar/32213

0

Category :

মানে কি? > মানে কী?
ছিল > ছিলো
তা' > তা

[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

সেই ১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধী [পর্ব ১] (সাঈদ আহমেদ)

0

Category :

 
ইদানিং > ইদানীং
মুলত > মূলত
কিভাবে > কীভাবে
বন্দী > বন্দি
গনহত্যা > গণহত্যা
বাঙালী > বাঙালি
অংশগ্রহন > অংশগ্রহণ
পাকিস্তানী > পাকিস্তানি
বিরতী > বিরতি
আত্নসমর্পণ > আত্মসমর্পণ
দ্বায়িত্ব > দায়িত্ব
ইতমধ্যে > ইতোমধ্যে
সরকারী > সরকারি
গনহত্যা > গণহত্যা
কুটনীতিক > কূটনীতিক
প্রমান > প্রমাণ
ইন্দীরা > ইন্দিরা
ভুট্ট > ভুট্টো
স্মরন > স্মরণ
কারন > কারণ
পুরষ্কার > পুরস্কার


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

বাংলা একাডেমীর অনুসৃত বানান-রীতি

0

Category :

বাংলা একাডেমীর অনুসৃত বানান-রীতি [তৎসম শব্দ ]

0

Category :


[১.০১] তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। কারণ এইসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ ও পদ্ধতি নির্দিষ্ট রয়েছে।

[১.০২] তবে যে-সব তৎসম শব্দে ই ঈ বা উ ঊ উভয় শুদ্ধ সেইসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন ি ু ব্যবহৃত হবে। যেমন: কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

[১.০৩] রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ, কর্দম, কর্তন, কর্ম, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য।

[১.০৪] ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্‌ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন: অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন। বিকল্পে ঙ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে ঙ্‌ হবে। যেমন: আকাঙ্ক্ষা।

আমিও উড়তে জানি (সুলতানা পারভীন শিমুল)

0

Category :

অতো > অত
ক’জন > কজন
সুখি > সুখী
বোচকাবাচকি > বোঁচকাবাঁচকি
যাবো > যাব
যতোদূর > যতদূর
মেডিক্যাল > মেডিকেল
ভীড় > ভিড়
কয়েদী > কয়েদি
কনিকা > কণিকা
নীচে > নিচ (নীচ=হীন, mean)
যতো > যত
কতোশতো > কতশত
কি আজব > কী আজব
কিছুদুর > কিছুদূর
কি যে দৃপ্ত ভঙ্গি > কী যে দৃপ্ত ভঙ্গি
দৌঁড় > দৌড়
কি যেন > কী যেন

শিলু'পা, শিলুপা দুটোই লিখেছেন। যে কোনো একটা লেখা ভালো।
উদ্ধৃতিচিহ্নগুলোও ঠিক করা দরকার। দুটো দুদিকে না হয়ে একদিকে হয়ে আছে সবখানে।




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

আটকে পড়া দুপুর (স্পর্শ)

2

Category :

পাচ্ছিনা > পাচ্ছি না
রোদ বৃষ্টিতো > রোদ-বৃষ্টি তো
উকি > উঁকি
উঠতো > উঠত
জিনিশ > জিনিস
ঘেষা > ঘেঁষা
কোথেকে > কোত্থেকে
তারপরো > তারপরও
অনুভুতি > অনুভূতি
সুর্য > সূর্য
কতোদূর > কতদূর
  



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

আমেরিকা কেন এত ধনী: ভূগোল থেকে অর্থনীতি (সিরাত)

0

Category :


সিরাত ভাই,
আগেরবারের চেয়ে বিস্তারিতভাবে দিতে চেষ্টা করেছি যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয়। কিছু ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দও বলে দিয়েছি। চাইলে ব্যবহার করতে পারেন। 

ধরণ > ধরন [১-এ  দুবার, ২-এ একবার, ৬-এ একবার]
হল > হলো [৩-এ তিনবার]
কাহিনী > কাহিনি [৩-এ একবার]
কোনভাবেই > কোনোভাবেই [৩-এ একবার]
সিমেট্রি > প্রতিসাম্য [৫-এ একবার]
ইন্ট্রাকোস্টাল > অন্তঃউপকূলীয়/উপকূলমধ্যস্থ [৫-এ একবার]
পরিমান > পরিমাণ [৬-এ একবার, ৭-এ একবার]
ক্যাপিটালিস্ট > পুঁজিবাদী [৭-এ একবার]
কি মত > কী মত [৭-এ]





[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

প্ররক্ষা বনাম প্রতিযোগিতা (হিমু)

7

Category :

দু'টি > দুটি
যথেষ্ঠ > যথেষ্ট
দেয়া > দেওয়া (কেউ কেউ মানতে নারাজ)
বড় > বড়ো (কেউ কেউ মানতে নারাজ)
ছোট > ছোটো (কেউ কেউ মানতে নারাজ)
নিরবে > নীরবে
যক্ষা > যক্ষ্মা
ধাঁধাঁ > ধাঁধা
গলাধকরণ > গলাধঃকরণ
গুতা > গুঁতা
বয়সী > বয়সি/বয়েসি

ফরম্যাটিং:
চার > চার.
পাঁচ > পাঁচ.
ছয় > ছয়.


[সূত্র: বাংলা একাডেমী বানান-অভিধান]



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

কাশ ফুলের কাব্য (তিথীডোর)

0

Category :

অতো > অত
ব্যাস > ব্যস (ব্যাস=diameter)
উঁহুঁ > উঁহু
এক্ষুণি > এক্ষুনি



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

কোন একদিন [বিষণ্ণ বাউন্ডুলে]

0

Category :

 
কোন > কোনো
উস্কুখুশ্কু > উশকোখুশকো
টিউসন > টিউশন
সিফটে > শিফটে
পেনসন > পেনশন
কিভাবে > কীভাবে
অদ্ভূত > অদ্ভুত
'জনার > কজনার
ভালো একটা কিছু পাওয়া যায় কিনা > ভালো একটা কিছু পাওয়া যায় কি না
নীচে > নিচে
ফোটা > ফোঁটা



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

গুরুচন্ডালী - ০২৯ (ধুসর গোধূলি)

0

Category :

ঠাঁয় > ঠায়
দাড়িয়ে > দাঁড়িয়ে
গহীণে > গহীনে
ঝারি > ঝাড়ি
ইহুদী > ইহুদি
পঁচা > পচা
যোগাড় > জোগাড়
শুভাকাঙ্খী > শুভাকাঙ্ক্ষী
ধরণের > ধরনের




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

স্বর্গের খুব কাছাকাছিঃ দ্য ট্রাভেলগ [চতুর্থ পর্ব] (ওডিন)

0

Category :

পৌছা > পৌঁছা
আধারে > আঁধারে
পশ্চাদপসারন > পশ্চাদপসরণ
গুরূত্ব > গুরুত্ব
বেশী > বেশি
ক্ষন > ক্ষণ
নীচে > নিচ (নীচ=হীন)
পাপীষ্ঠ > পাপিষ্ঠ
যোগাড় > জোগাড়
ধ্বস > ধস
উচু > উঁচু
চিন > চীন
কারন > কারণ
দর্শণ > দর্শন
কোন না কোন > কোনো না কোনো
গোলোকধাঁধা > গোলকধাঁধা (গোলক=গোলাকার বস্তু, গোলোক=স্বর্গে নারায়ণের বাসস্থান)
কারন > কারণ
সরনি > সরণি


ছাব্বিশ'শো, পঁচিশ'শ কেমন কেমন যেন লাগছে। কীভাবে লিখলে ভালো হয় বুঝতে পারছি না। 



[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিক্ষানীতি বাস্তবায়িত হবে কবে? (গৌতম)

8

Category :

কিনা > কি না (কিনা=যেহেতু, কি না=সংশয়সূচক অব্যয়)
হয়েছিল > হয়েছিলো
একজায়গায় > এক জায়গায়
অ্যাপ্রোচ > মনোভাব/ভঙ্গি?




[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিশুপালন-৫ (তাসনীম)

8

Category :

ভালবাসা > ভালোবাসা
শোন > শোনো
কি হবে না ছাড়লে? > কী হবে না ছাড়লে?
কিভাবে > কীভাবে
ছোটখাট > ছোটোখাটো
ব্যধি > ব্যাধি
ভাল > ভালো
আমিতো > আমি তো
গুন > গুণ
জনগন > জনগণ
পরিস্কার > পরিষ্কার
অনাকাঙ্খা  > অনাকাঙ্ক্ষা


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

মিঁয়াও -পর্ব ৬ (মর্ম)

2

Category :

সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলো! > সূয্যিমশাই বেশ আড়ম্বরেই আকাশে ঝুলছিলেন!
ছোট > ছোটো
কনা > কণা
এতো > এত
কোণা > কোনা
কি আর করা > কী আর করা
জিহবা > জিহ্বা
পাজর > পাঁজর
আকুপাকু > আঁকুপাঁকু


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

শিক্ষকগণ: বণিক স্যার (সিরাত)

4

Category :

কি আর করা। > কী আর করা?
ছিল > ছিলো
ঘৃনা > ঘৃণা
কাহাতব্য > কহতব্য
হল > হলো
পরিমান > পরিমাণ
ছুয়ে > ছুঁয়ে
বনিক > বণিক (এক জায়গায় ঠিক করা হয়নি)
কাঠফাঁটা > কাঠফাটা
কিভাবে > কী ভাবে
কি-ই > কী-ই
কি হল > কী হলো 
ছোট > ছোটো
কাহিনী > কাহিনি
কোয়োট > কোট
দামী > দামি
হল > হলো


কি/কীঃ
আপনি কি চান?= Do you want?
আপনি কী চান?= What do you want?]


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

রোকেয়া বেগম, বয়েস ৭৮ (দুষ্ট বালিকা)

2

Category :

ব্যাস্তানুপাতিক > ব্যস্তানুপাতিক (সম্ভবত)
দু'আঙ্গুলে > দু আঙুলে
মা-কে > মাকে
আমার মায় দেখি বড় হয়ে গেসে > আমার মায় দেখি বড় হয়া/হইয়া গেসে
যেনো > যেন
যেমটা > যেমনটা
উচিৎ > উচিত
ডাটা > ডাঁটা
বড়লোকী > বড়োলোকি
কোণা > কোনা
আমসত্ব > আমসত্ত্ব
কতোবার > কতবার
দেয়া > দেওয়া (দেয়া=মেঘ)
বেশী > বেশি
ভঙ্গী > ভঙ্গি
দুষ্টুমী > দুষ্টুমি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

একটা অভিনব প্রতারণার ব্যর্থ প্রয়াস - সতর্ক থাকুন (শামীম)

6

Category :

 
দেরী > দেরি
হল > হলো
পুরষ্কার > পুরস্কার
মটরসাইকেল > মোটরসাইকেল
আমি মটরসাইকেল দিয়ে কী করবো। > আমি মটরসাইকেল দিয়ে কী করবো?
সরকারী > সরকারি
মে' > মে
শ্বশুড় > শ্বশুর
গাড়ি'র > গাড়ির
দাবী > দাবি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]