গ্রীন > গ্রিন (ইংরেজি শব্দে ঈ-কার পারতপক্ষে পরিহার্য, যেহেতু সংস্কৃত নিয়মের বাধ্যবাধকতা নেই। উচ্চারণ অনুযায়ী লিখলেও আমার মনে হয় ই-কারই হয়। কারণ GREEN এ ই-টা যদিও দীর্ঘ, বাংলায় বলার সময় আমরা ছোট করে বলি।)
পারষ্পরিক > পারস্পরিক
কীনা > কি না (আমি নিজে কী না বলার পক্ষপাতী। কিন্তু অভিধানে আছেঃ কি না=সংশয়সূচক অব্যয়, কিনা=যেহেতু)
একটু পড়ে > একটু পরে
গোলমত > গোলমতো (মত=অভিমত)
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
0 comments:
Post a Comment