রোকেয়া বেগম, বয়েস ৭৮ (দুষ্ট বালিকা)

2

Category :

ব্যাস্তানুপাতিক > ব্যস্তানুপাতিক (সম্ভবত)
দু'আঙ্গুলে > দু আঙুলে
মা-কে > মাকে
আমার মায় দেখি বড় হয়ে গেসে > আমার মায় দেখি বড় হয়া/হইয়া গেসে
যেনো > যেন
যেমটা > যেমনটা
উচিৎ > উচিত
ডাটা > ডাঁটা
বড়লোকী > বড়োলোকি
কোণা > কোনা
আমসত্ব > আমসত্ত্ব
কতোবার > কতবার
দেয়া > দেওয়া (দেয়া=মেঘ)
বেশী > বেশি
ভঙ্গী > ভঙ্গি
দুষ্টুমী > দুষ্টুমি


[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]

2 comments:

Goutam said...

১. ব্যস্তানুপাতিক ঠিক আছে।

২. দেয়া, দেওয়া - দুটোই মেঘ। নির্ভর করে লেখকের ওপর। দেয়া লিখলেও সমস্যা হবে না।

বুনো said...

বিকল্প বানানেই তো সমস্যা। একটা শব্দের একটাই বানান থাকা ভালো। একাডেমী যখন ওভাবে বেঁধেই দিয়েছে ইতোমধ্যে ওটা অনুসরণ করলে সমস্যা কী?

Post a Comment