বানান:
জুরোনো > জুড়ানো
চা টা > চা-টা
ছিল > ছিলো
হল > হলো
সর আলা > সরওয়ালা/সরঅলা
রকমারী > রকমারি
বাহারী > বাহারি
ভ্যারী > ভ্যারি
মনমত > মনমতো
কোনটাই > কোনোটাই
ডেইজী > ডেইজি
ব্যার্থতা > ব্যর্থতা
কারন > কারণ
জানুয়ারী > জানুয়ারি
কিনা > কি না (কিনা=যেহেতু)
নিল > নিলো
গীফট > গিফট
কাহিনী > কাহিনি
সমাসবদ্ধ পদগুলো একসাথে হবে:
চা প্রীতি > চা-প্রীতি
নিশ্চিত ভাবে > নিশ্চিতভাবে
অঞ্চল ভেদে > অঞ্চলভেদে
বাহুল্য বর্জিত > বাহুল্যবর্জিত
টাইপো:
ঝকোমক্ত > ঝকমক তো (সম্ভবত)
সব্রকম > সবরকম
কি/কী:
কি: তুমি কি চাও? [Do you want?] … উত্তর হ্যাঁ অথবা না
কী: তুমি কী চাও? [What do you want?] … হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া যাবে না
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
3 comments:
ইংরেজী থেকে বাংলা হলেই কি তাতে 'দীর্ঘ ঈ'-কার না হয়ে 'হ্রস্ব-ই'-কার হবে?
কি/কী এর আরো উদাহরণ দিতে পারবে? এইটা বরাবরই ঝামেলা করছে :(
ধন্যবাদ। :)
যাযাবর ব্যাকপ্যাকার
শুধু ইংরেজি শব্দ না, যেকোনো বিদেশি শব্দে ঈ-কার, ষ, ণ বর্জনীয়। অতিপ্রচলিত কিছু বানানের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য। যেমন: কী-বোর্ড, খ্রিষ্ট।
কি/কী নিয়ে কী আর বলব?
তুমি কী ভেবেছ আমাকে? আমি কি সব জানি?
আমি কী চাই তুমি কি তা বোঝ না?
বানান নিয়ে কী যে দ্বিধাদ্বন্দ্ব তা তো দেখতেই পাচ্ছ।
আমার কি এসব ভালো লাগে?
বাংলা একাডেমীর বানান-অভিধানের একটা অনলাইন সংস্করণ থাকলে কী যে ভালো হতো!
:P
:)
ধন্যবাদ।
যাযাবর ব্যাকপ্যাকার
Post a Comment