ছিল > ছিলো
ঘৃনা > ঘৃণা
কাহাতব্য > কহতব্য
হল > হলো
পরিমান > পরিমাণ
ছুয়ে > ছুঁয়ে
বনিক > বণিক (এক জায়গায় ঠিক করা হয়নি)
কাঠফাঁটা > কাঠফাটা
কিভাবে > কী ভাবে
কি-ই > কী-ই
কি হল > কী হলো
ছোট > ছোটো
কাহিনী > কাহিনি
কোয়োট > কোট
দামী > দামি
হল > হলো
কি/কীঃ
আপনি কি চান?= Do you want?
আপনি কী চান?= What do you want?]
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
4 comments:
বানান সামনে যেগুলি পেয়েছি ঠিক করেছি। কিছু বানান খুঁজে না পেয়ে করিনি, কিছু আমি নিজেই রাজি না, বা নিশ্চিত না। যাহোক, শেখা হল, সামনে আশা করি উন্নতি হবে।
একটু অহংকার প্রকাশ পেয়ে গেল মনে হয়; এটা বরং আলস্য হিসেবে ধরুন। আমি অনিকেতদার বিশাল পোস্টখানায় আপনার মন্তব্য পড়ছিলাম তো।
ধন্যবাদ!!
আমি বাংলা একাডেমীর বানান অনুসরণ করি। ওদের সব নিয়ম যে শিরোধার্য এমন না। আপনার কোথায় কোথায় আপত্তি জানালে আমার উপকার হতো।
১. 'ছিল' হবে না কেন?
২. কীভাবে এবং ছোটো নিয়ে অন্যত্র বলেছি।
ছিল অভিধানে নেই। ছিলো আছে। ছিল, ছিলো-দুটাই যদি ঠিক হয় তাহলে বিকল্প বানান নিয়ে বিভ্রান্তি।
কীভাবে, ছোটো নিয়ে অন্যত্রই বললাম।
Post a Comment