ভালবাসা > ভালোবাসা
শোন > শোনো
কি হবে না ছাড়লে? > কী হবে না ছাড়লে?
কিভাবে > কীভাবে
ছোটখাট > ছোটোখাটো
ব্যধি > ব্যাধি
ভাল > ভালো
আমিতো > আমি তো
গুন > গুণ
জনগন > জনগণ
পরিস্কার > পরিষ্কার
অনাকাঙ্খা > অনাকাঙ্ক্ষা
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
১. কীভাবে-এর ব্যাখ্যা জানতে চাই। কিভাবে কেন নয়? (বিশেষণ ও ক্রিয়াবিশেষণ রূপে স্বতন্ত্র পদ হলেই শুধু আলাদা 'কী ভাবে' হওয়ার কথা। না হলে 'কিভাবে' তো একসাথেই হবে। নাকি ভুল জানলাম!)
২. শব্দটা হবে ছোটখাটো।
গৌতম যথার্থ। বুনোহাঁসের এক্ষেত্রে দীর্ঘ-ঈ ব্যবহারের একটা প্রবণতা আছে এবং সেটা সবসময় আমার কাছে যখার্খ বলে মনে হয় নি। বুনো এর আগে শুভাশীষের একটা পোস্টে 'কিনা'-কে 'কীনা' করতে চেয়েছিল এবং একজন প্রতিবাদ করে জানিয়েছিলেন অভিধানে এ-শব্দটি পাওয়া যায় না।
তবে, হুমায়ুন আজাদ 'কীভাবে' লিখতেন।
'ছোটখাটো'/'ছোটোখাটো'/'ছোটোখাট'/'ছোটখাট'-অভিধান সবই সমর্থন করে। গৌতম, আপনার হয়তো মনে আছে আমি বলেছিলাম আমার বানানসংক্রান্ত পোস্টে যে, বাংলা একাডেমীর নিয়ম এক্ষেত্রে বিকল্পের ব্যাপারে রাশ ঢিলে দিয়েছে। আপনি সমর্থন করেন নি। এখন আশা করি, আমার বক্তব্যের একটা সমর্থন/উদাহরণ পেলেন। অবশ্য, উদাহরণ আমি মূল পোস্টে আপনার মন্তব্যের বিপরীতেও দিয়েছিলাম।
---মহাস্থবির---
'কী ভাবে' আর 'কীভাবে' তো এক নয়।
কী ভাবে=কী চিন্তা করে
কীভাবে=কোন ভাবে
সে কি ভাবে=Does he think?
কিভাবে, কীভাবে'র বিকল্প বানান। অর্থপ্রকাশে সমস্যা হয় না। আমার মতে বিকল্প বানান যত কম থাকে তত ভালো। অর্থের দিক থেকেও "কীভাবে"ই আমার কাছে যৌক্তিক মনে হয়।
মহাস্থবির,
ঈ-কার ব্যবহারের প্রবণতাটা বোধহয় আমার না, বাংলা একাডেমীর। কি না, কিনা- ব্যাপারে আমি জানতাম না। পরে অভিধানে দেখে ঠিক করেছি।
বাংলা একাডেমীর অভিধানে কোথাও আমি ছোট দেখি নি। সব জায়গায় ছোটো দেখেছি। ছোট/ছোটো নিয়ে আমি নিজেই দ্বিধাবিভক্ত।
আমার মনে হয়, আপনার আর আমার অভিধান আলাদা সংস্করণের। আমি তৃতীয় সংস্করণ দেখছি।
আরেকটা কথা না বললেই নয়। আমার মনে হয় আপনি আমার বানান সংশোধনের অ্যাপ্রোচটাকে ভুলভাবে নিচ্ছেন। আমি আগেও দেখেছি। এখানেও দেখতে পাচ্ছি। আমি ঠিক বানানে লেখা পড়তে এবং লিখতে ইচ্ছুক। যা করি এ উদ্দেশ্যেই করি। কোনো আপত্তি থাকলে সরাসরি আমাকে জানালে ভালো লাগবে।
মহাস্থবির, বাংলা একাডেমীর অভিধানেই 'কীভাবে' লেখা। আমি এ ব্যাপারে তাদের সাথে একমত। গ্রহণযোগ্য যুক্তি পেলে আমার মত বদলে যাবে।
বুনোহাঁসকেই ঠিক লাগছে।
ধন্যবাদ বুনোহাঁস।
বলতে বাধ্য হচ্ছি বাংলা বড় কঠিন ভাষা, এক লাইন লিখলে তিনটা বানান ভুল হয়।
আসলেই বাংলা বড় কঠিন ভাষা। একে সহজ করা দরকার।
Post a Comment