তৎক্ষণাত > তৎক্ষণাৎ
নাতনী > নাতনি
থাকেনা > থাকে না
কি/কীঃ
কিঃ আপনি কি লিখছেন? (Are you writing?) (উত্তর হ্যাঁ অথবা না)
কীঃ আপনি কী লিখছেন? (What are you writing?) (হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া সম্ভব না)
সেই হিসেবেঃ
এইটা তোমার কি বিচার। > এইটা তোমার কী বিচার?
তুই কি চাস তাহলে > তুই কী চাস তাহলে?
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
3 comments:
যথারীতি ধন্যবাদ।
:D
হিসেবমতো এই পোস্টে তেমন কোন বানান ভুল নাই আসলে। যা ছিলো তা সত্ত্বেও নির্দ্বিধায় এ প্লাস দাবি করতে পারে এই পোস্ট।
Post a Comment