ব্যাপক ভিত্তিতে > ব্যাপক হারে
ক’দিন > কদিন (এইটা আমি নতুন শিখলাম :D। দুদিন আগে আমিও ক’দিন লিখতাম।)
কারন হিসেবে ধারনা ধারনা যায় > কারণ হিসেবে ধারনা করা যায়
কিভাবে > কীভাবে (কোনভাবে অর্থে, কী তে জোর দেওয়া হচ্ছে)
প্রমান > প্রমাণ
পৌছয় > পৌঁছায়
বিচার আদতেই হলো কিনা > বিচার আদতেই হলো কি না (কিনা=যেহেতু, কি না=সংশয়/প্রশ্নসূচক অব্যয়)
কারনে > কারণে
এমনকি কাফি বিষয়ে > এমনকি কাফী বিষয়ে (নামের বানানে নিয়ম চলে না। কিন্তু পোস্টে বাকি সব জায়গায় কাফী লিখেছেন। তাই ধরে নিচ্ছি এটাই সঠিক বানান।)
পারেনা > পারে না
যদ্দুর > যদ্দূর
বিদেশি শব্দে ঈ-কার > ই-কারঃ
ঈ-কারের প্রয়োগ সংস্কৃত ব্যাকরণে। বিদেশি শব্দে এর ব্যবহার আবশ্যিক নয় বলে বাংলা একাডেমী সরলীকরণের জন্য ই-কার বেঁধে দিয়েছে।
তৈরী > তৈরি [তইয়ার থেকে তৈরি। তইয়ার ফারসি শব্দ]
মঞ্জুরী > মঞ্জুরি [মন্জুর আরবি শব্দ]
জরুরী > জরুরি [জরুর আরবি শব্দ]
তৎসম শব্দে ঈ-কারঃ
যেসব তৎসম শব্দে ই-কার, ঈ-কার দুইই হয় সেগুলোতে এখন ই-কার লেখা হয়। যেমনঃ কিংবদন্তি/ কিংবদন্তী, চিৎকার/ চীৎকার ধমনি/ ধমনী সবই হয়। বাংলা একাডেমী এখন বাড়তি ঈ-কার ছেঁটে ফেলে কিংবদন্তি, চিৎকার, ধমনি লেখে। অবশ্যই ঝামেলা কমানোর জন্য। কিন্তু যেসব তৎসম শব্দে ঈ-কার বাধ্যতামূলক সেগুলোতে ই-কার দিলে ভুল হবে।
কার্যকরি > কার্যকরী
পরবর্তিতে > পরবর্তীতে
সহকর্মি > সহকর্মী
ছাত্রি > ছাত্রী
ভুক্তভোগি > ভুক্তভোগী
[মূল পোস্টে বানান বিষয়ক আলাপ না করতে অনুরোধ করছি]
1 comments:
আপনার ব্লগটা আমার ব্যক্তিগত ব্লগে লিংকায় রাখলাম ।
Post a Comment